এক লাখ ৭৭ হাজার মুক্তিযোদ্ধার তথ্য সম্বলিত খসড়া ডাটাবেইজ তৈরী করে ওয়েবসাইটে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। মন্ত্রণালয়ের ওয়েব সাইটে তালিকা প্রকাশের এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ২ লাখ ৪ হাজার গেজেটেড মুক্তিযোদ্ধার তালিকা এই ডাটাবেইজে প্রকাশ করা হবে। খসড়া তালিকা আগামী ৩০ মার্চ পর্ন্ত সংশোধন করা যাবে। এপ্রিল মাসে চূড়ান্ত ডাটাবেইজ প্রকাশ করা হবে।” প্রতিমন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধাদের গেজেটেড তালিকা থেকে কিছু নাম ইতোমধ্যেই বাদ পড়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের তাদের নাম প্রকাশের সুযোগ থাকবে।” সব মিলিয়ে দুই লাখের কিছু বেশী মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।” প্রতিমন্ত্রী বলেন, “বিভিন্ন মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধার সন্তানের চাকরির সুযোগের জন্য তালিকা চাওয়া হতো। এ ক্ষেত্রে ভূল কিছু ভুল হত।এখন থেকে এ ক্ষেত্রে যে কেউই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করতে পারবেন।” তাজুল ইসলাম বলেন, “তালিকা চূড়ান্ত হলে চাকরি দেয়ার জন্য ভূয়া মুক্তিযোদ্ধাদের সন্তানরা বাছাইয়ে বাদ পড়ে যাবে। এ ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না।” যেসব মুক্তিযোদ্ধা এখনো ডাটাবেইজ পূরণ করেননি তাদেরকে ৩০ মার্চের মধ্যে তা পূরণ করে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। এই খসড়া ডাটাবেজের তথ্য পরীক্ষা করার অনুরোধও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তালিকা প্রকাশ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দকী, কেন্দ্রীয় কামন্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, মুক্তিযোদ্ধাদের ডটাবেইজৈ তৈরি ও গণউদ্ধুদ্ধকরণ কর্মসূচির পরিচালক সৈয়দ মুজিবুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS